back to top

চট্টগ্রামে দশ বছরের সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ০৮:৩৫

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এবং চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার দুইজন হলেন–বাকলিয়া থানাধীন ডাইল বাড়ীর মিয়াখান নগর এলাকার মহসিন খানের ছেলে মো. মানিক খান প্রকাশ মানিক্যা এবং একই এলাকার মো. সিরাজের ছেলে মো. ইউনুছ।

সোমবার (১০ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন।

তিনি বলেন, আজ ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বাকলিয়া টিম। দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বললেন ওসি।