back to top

‘চট্টগ্রাম-১১’ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ এরফানুল হক!

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ১১:৪৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো মাঠে সক্রিয়। পিছিয়ে নেই নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ও।

বর্তমানে নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে দলটি। অন্তর্বর্তী সরকারের ঘোষণায় ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের সম্ভাবনা স্পষ্ট হওয়ায় দলটি ইতোমধ্যে বেশ কিছু সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র হয়ে ভোটের লড়াইয়ে অংশগ্রহণে মোহাম্মদ এরফানুল হকের নাম ইতিমধ্যে স্থানীয় লোকে-মুখে রটে গেছে।

স্থানীয় এনসিপির কয়েকজন নেতা বলেন, চট্টগ্রাম-১১ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী তালিকায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ এরফানুল হকের নাম।

জানা গেছে,এরফানুল হক ২০১৮ সালের কোটা আন্দোলনে কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক থাকাকালীন কয়েকবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন।

২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে তার সক্রিয় ভূমিকা ছিল। গনঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক শক্তি-জাতীয় নাগরিক কমিটি তথা জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চট্টগ্রামে সাংগঠনিক কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে তিনি শুরু থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।

সম্ভাব্য প্রার্থী এরফানুল হক এনসিপির মনোনয়ন পত্র সংগ্রহ করতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।