back to top

সদরঘাটের শতবর্ষী কালী মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ১৩:১৮

চট্টগ্রামের শতবর্ষী কালী মন্দিরে চুরির ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ২ ভরি ৪ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

সোমবার (১০ নভেম্বর) কোতোয়ালী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।

এর আগে রোববার (৯ নভেম্বর) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধার ও দুই চোরকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে মন্দিরের টিনের চালের ওপর উঠে কাঁচের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা।

এরপর তারা প্রতিমার চার ভরি ওজনের একটি স্বর্ণ ও একটি রুপার মুকুট, কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রুপার মুণ্ডমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট এবং দান বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়।

চুরি করা স্বর্ণালংকার বিক্রির উদ্দেশ্যে চোর চক্রের এক সদস্য নগরের কাট্টলী এলাকার একটি স্বর্ণের দোকানে গেলে দোকানির সন্দেহ হয়। পরে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই চোরকে আটক করে।

জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে কাট্টলী ওভার ব্রিজের নিচ থেকে কয়েকটি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ সময় চুরির সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আবদুল করিম বলেন, ‘রোববার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হেফাজত থেকে ২ ভরি ৪ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।’

চুরির ঘটনার ঘণ্টাখানেক পরই মন্দির কর্তৃপক্ষ বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ দ্রুত দুই চোরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।