কক্সবাজারের উখিয়ায় একটি তিনতলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) বিকাল পৌনে ৪টায় সদর স্টেশনের উখিয়া দারাগো বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে মোহাম্মদ আলী নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাছাড়া ওই ভবনে থাকা বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সোহাগ নামে এক ব্যবসায়ী জানান, ওই দোকানটিতে তুলা কাটার জন্য একটি মেশিন বসানো হয়। বিকেলে সেই মেশিনটি চালু হওয়ার পর সেকান থেকেই আগুনের সূত্রপাত হয়।
উখিয়া বাজারে ব্যবসায়ী আমান উল্লাহ জানান, উখিয়া বাজারে পশ্চিম পাশের মাকের্টে আগুন লেগে কাপড়,ফল, সার,মুদির, ওষুধ ও কাঁচামালের দোকান ও লন্ড্রি দোকান সহ আনুমানিক ১৫ -২০ টি দোকান আগুনে পুড়েছে।
তবে কিভাবে আগুনের সূত্রপাত সেটা এখনো জানা যায়নি। এ ঘটনার খবর পেয়ে র্য্যাব, পুলিশ, আনসার ও সেনাবাহিনী আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বপালন করেন।
উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান চৌধুরী জানান, উখিয়ার বাজারের পশ্চিম দিকে একটি মার্কেটে আগুন লাগলে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।
ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট সহ সেনাবাহিনী, পুলিশ, আনসার সহ উপজেলা প্রশাসনে সদস্য স্থানীয় লোকজনের সহায়তায় দু’ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান,অগ্নিকাণ্ডের ঘটনায় মো. আলী নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
প্রাথমিক ভাবে জানা গেছে ১৫-২০ টি দোকান পুড়েছে। বিস্তারিত ক্ষয়ক্ষতি নির্নয় সম্ভব হয়নি। কিভাবে আগুন লেগেছে, কি পরিমাণ কয় ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানতে কাজ চালিয়ে যাচ্ছি।

