back to top

খাগড়াছড়িতে অস্ত্র ও চাঁদার রশিদসহ ইউপিডিএফ কর্মী আটক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ১৪:১৩

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকা থেকে অস্ত্র ও চাঁদার রশিদসহ ইউপিডিএফের সক্রিয় এক কর্মীকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১টা ৫০ মিনিটের দিকে মেজর রিফাত হোসাইনের নেতৃত্বে পানছড়ি সাবজোনের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, চারটি চাঁদার রশিদ, দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করে সেনাবাহিনী।

আটক ব্যক্তির নাম মিলন ত্রিপুরা (২৩)। তিনি মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ময়দাছড়া গ্রামের হরি পূর্ণ ত্রিপুরার ছেলে।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, মিলন ত্রিপুরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে অস্ত্রসহ পানছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।