ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়ার (৩৫) মৃত্যু হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জুলহাস উদ্দিন উপজেলার কৈয়ারচালা গ্রামের বাসিন্দা সাজু মিয়ার ছেলে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, গভীররাতে আলম এশিয়া পরিবহন নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়।
আগুন লাগার সময় চালক জুলহাস মিয়া গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন, বের হওয়ার আগেই তিনি দগ্ধ হয়ে মারা যান বলে জানান ওসি রোকনুজ্জামান।
পুলিশের প্রাথমিক তদন্ত এবং সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনজন বাসে আগুন দিচ্ছেন।
ইতোমধ্যে লাশ উদ্ধার করা হয়েছে এবং মরদেহ থানা প্রাঙ্গণে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
