back to top

চান্দগাঁওয়ে দোকানে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫ ০০:২৮

চট্টগ্রাম নগরীর পুরোনো চান্দগাঁও এলাকার খাজা রোডে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান জানান, আগুন নেভাতে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশনের ইউনিটগুলো অংশ নেয়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন আশপাশে ছড়াতে পারেনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ফখরুদ্দিনের ভাষ্যমতে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় একটি খাবারের দোকানে রাখা এলপিজি সিলিন্ডার থেকে। দ্রুত আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় এক নারী সামান্য আহত হন এবং প্রাথমিক চিকিৎসা নেন।